আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৫- বাজুসের খবর শুনে বরিশালের বউরা চা ফালায়া দিল!

আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৫-- দেশে স্বর্ণের দাম আবারও বাড়াইছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুনে বরিশালের বউরা এখন বলতেছে, “ওরে বাবা! স্বপ্নে গহনাই দেখি, ঘুম ভাঙলে গলা ফাঁকা দেখি!”




সোমবার রাতেই বাজুস এক খবর দিছে—এবার ভরিতে ২,৫০৭ টাকা বাড়তেছে! মানে এখন ২২ ক্যারেট স্বর্ণের দাম হইছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা ভরি! নতুন দাম আজই (১১ নভেম্বর) থেকে কার্যকর।

বাজুসের ভাষায়, “তেজাবি স্বর্ণের দাম বাড়ছে, তাই আমরা দামও বাড়াইলাম।”
আরে ভাই, এই তেজাবি স্বর্ণেরে একটু ঠান্ডা করলে হয় না? মানুষ তো তেজে পইরা যাইতেছে!

নতুন হাল অনুযায়ী দাম এমন:

  • ২২ ক্যারেট: ২,০৪,২৮৩ টাকা ভরি

  • ২১ ক্যারেট: ১,৯৪,৯৯৯ টাকা ভরি

  • ১৮ ক্যারেট: ১,৬৭,১৪৫ টাকা ভরি

  • সনাতন পদ্ধতি: ১,৩৮,৯৪২ টাকা ভরি

এই দামেও শেষ না! এর ওপর সরকার-নির্ধারিত ৫% ভ্যাট আর বাজুসের ৬% মজুরি যোগ হইবে।
মানে স্বর্ণ কিনতে গেলে আগে এক কাপ পানি খাইয়া নিও—না হলে দাম শুনে চা গলায় উল্টা দিকে যাইতে পারে!

এর আগেও ১ নভেম্বর বাজুস দাম বাড়াইছিল। সেদিন ভরিতে ১,৬৮০ টাকা বাড়ছিল। মানে একমাসে দুইবারই স্বর্ণের দাম বেড়ে বউরা এখন কানের দুলের জায়গায় ফুল লাগাইতে চায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৪ বার দাম সমন্বয় হইছে—তার মধ্যে ৫১ বার বাড়ছে, কমছে মাত্র ২৩ বার।
মানে বাজুস এখন ঠিক সেই বন্ধুর মতো—যে তোমার বাড়িতে এলেই টাকা ধার নেয়, ফেরত দেয় না!

২০২৪ সালে যেখানে ৬২ বার দাম পাল্টাইছিল, সেখানে ২০২৫ সাল বাজুসের রেকর্ড ভাঙার পথে!
এইভাবে চললে বছরের শেষে এক ভরি স্বর্ণ কিনতে লাগো হয়তো জমি বিক্রি করা লাগবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন