আজকের সোনার দাম বাংলাদেশ: ১৫ নভেম্বর ২০২৫

বাংলাদেশে স্বর্ণের দাম মানেই যেন প্রেমিক-প্রেমিকার সম্পর্ক। যখন-তখন রাগ করে বাড়ে, আবার চাইলে কমেও যায়। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কিছুটা শান্ত হলেও, দেশের বাজার সেই শান্তিতে রাজি নয়। বলেই দিল, আমি আগের মতোই বাবু দাম নিয়েই চলব।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বলছে, পিওর বা তেজাবি স্বর্ণ একটু দাম বাড়িয়েছে। তাই তারা ভাবল, চল স্বর্ণকে আরেকটু VIP বানিয়ে দিই। এরপরই ঘোষণা দিল: প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এখন ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। মানে এক ভরি কিনলে মনে হবে, আপনি দেশের অর্ধেক অর্থনীতির মালিক।


দামের বিশ্লেষণ এমনঃ
২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪ হাজার ৩ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
সনাতন স্বর্ণ: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা


তবে এটাই সব নয়। স্বর্ণ কিনলে সরকারের ৫% ভ্যাট আর বাজুসের ন্যূনতম ৬% মজুরি অবশ্যই দিতে হবে। যদি ভাবেন স্বর্ণ কিনে গয়না বানাবেন, তাহলে কারিগর দুলাভাইয়ের মুডের ওপর নির্ভর করে মজুরি আরও বাড়তে পারে। কারণ গহনার ডিজাইন যত ফ্যাশনেবল, দাম তত রাশিয়ান সিনেমার প্লটের মতো জটিল।


এর আগেও ১১ নভেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। মানে স্বর্ণের দাম এত দ্রুত বাড়ছে যে, মনে হয় প্রতিদিন সকালে উঠে নতুন দাম দেখে নিতে হবে নইলে বাজারে গিয়ে মাথা ঘুরে যাবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন