শীত এলেই ঠান্ডা পানির চিন্তা মাত্রই শরীর কুঁকড়ে আসে! তাই ঘরে গিজার থাকলে জীবন স্বর্গের মতো—গোসল হোক বা খাবারের পানি গরম করা, সবই মুহূর্তেই। কিন্তু সমস্যা হলো, গিজারের সঙ্গে বিদ্যুতের সম্পর্কটা একটু দুশ্চিন্তার। ভুলভাবে ব্যবহার করলে বিল দেখে চোখ কপালে উঠবে।
তাই চলুন জেনে নেওয়া যাক—গিজার ব্যবহার করেও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে, আর উপভোগ করবেন স্বস্তিদায়ক গরম পানি!
১) সবসময় চালু নয়—প্রয়োজনেই চালু করুন
অনেকেই ভাবেন, গিজার সবসময় চালু থাকলেই ভালো। সত্যি বলতে কি, এতে আরাম বাড়ে ঠিকই, কিন্তু বিলও লাফিয়ে লাফিয়ে বাড়ে।
যদিও আধুনিক অটো-কাট গিজার নিজেই কাজ শেষে থেমে যায়, তবে সাবধানতাই সর্বদা বুদ্ধিমানের কাজ।
২) পানি আগেই চেক করুন
গোসলের আগে অভ্যাসগতভাবে গিজার অন করার দরকার নেই। অনেক সময় ট্যাপে থাকা পানি আগের ব্যবহারের পরও গরম থাকে।
এই ছোট সচেতনতা মাসের শেষে বড় সাশ্রয় এনে দেবে।
৩) থার্মোস্ট্যাট সঠিকভাবে সেট করুন
থার্মোস্ট্যাট ঠিকমতো না থাকলে গিজার প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে।
৪) পুরোনো গিজারকে বিদায় দিন
যে গিজারের বয়স বেশি, তার বিদ্যুৎ খাওয়ার লোভও বেশি! এতে থাকে না উন্নত প্রযুক্তির ফিচার।
শেষ কথা
বুদ্ধি করে চলুন, বিদ্যুৎ বাঁচান, আর শীতে নিশ্চিন্তে গরম পানির দুনিয়ায় ডুব দিন!
