শুনছস ভাই, গুগল জিমিনিরে এখন আর হালকা চ্যাটবট ভাবলে ভুল করবি! এইবার গুগল জিমিনিরে দিছে এমন এক ফিচার, যেইটা দেখলে চোখ কপালে উঠব। নামটা হইল “ক্যানভাস” – এইটারে দিয়াই এখন তুই কয় সেকেন্ডেই বানায় ফেলবি এক্কেবারে পাকা প্রেজেন্টেশন!
![]() |
| গুগল জিমিনি এখন হইছে এক্কেবারে জমজমাট – কয় সেকেন্ডে বানাই দিচ্ছে প্রেজেন্টেশন! |
ধরা যাক তুই ছাত্র, পরীক্ষা দিবার আগে স্যার কইছে “জলবায়ু পরিবর্তন নিয়ে একটা প্রেজেন্টেশন বানাও।” তখন মাথা ঘুরে গেল না? এখন আর চিন্তা নাই ভাই। জিমিনিরে বলবি, “জলবায়ু পরিবর্তনের উপর একটা শিক্ষামূলক প্রেজেন্টেশন বানায় দে।” ব্যস, চোখের পলকেই বানায় ফেলব একখান ১২ স্লাইডের সুন্দর প্রেজেন্টেশন—ছবি সহ, থিম সহ, এক্কেবারে চমৎকার!
তুই অফিসের লোক হইলেও কামে লাগব এই জিনিসটা। প্রোডাক্ট লঞ্চ, সেল রিপোর্ট, প্রচারের ডাটা – সব আপলোড দে জিমিনিরে। কয় সেকেন্ডে তোরে বানায় দিব প্রেজেন্টেশন, এমনভাবে যেন মনে হইব তুই সারা রাত পরিশ্রম করছস!
সবচেয়ে মজার বিষয় হইল, এই প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যায়। চাইলে পরে নিজে ঘষামাজা করে নিতে পারবি, না হয় সহকর্মীদেও সঙ্গেও কোলাবোরেশন করবি।
গুগল কইছে, এই সুবিধা আগেই দিচ্ছে প্রো গ্রাহকদেও, কিন্তু কয় সপ্তাহের মধ্যেই সাধারণ ইউজাররাও পাইয়া যাইব। মানে, এখন প্রেজেন্টেশন বানাইতে আর রাইত জাগা লাগব না, শুধু জিমিনিরে বললেই হইব!
গুগল জিমিনি এখন শুধু চ্যাট করে না—তোর পড়ালেখা, অফিসের রিপোর্ট, এমনকি প্রোডাক্ট লঞ্চও সামলাইয়া দিচ্ছে। মানে, এখন গুগল জিমিনি হইল বরিশালের ভাষায়—“এক্কেবারে হালায় বুদ্ধিমান!”
মূল কীওয়ার্ডসমূহ:
গুগল জিমিনি, গুগল জেমিনাই প্রেজেন্টেশন, গুগল ক্যানভাস ফিচার, এআই প্রেজেন্টেশন টুল, গুগল স্লাইড এক্সপোর্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রেজেন্টেশন, বরিশাল ভাষায় গুগল খবর
