দেশের ওয়েব হোস্টিং দুনিয়া এবার নড়েচড়ে বসতে যাচ্ছে। আসছে ৪ জানুয়ারি রাজধানীর নিকুঞ্জে জমে উঠবে বছরের সবচেয়ে প্রযুক্তিময় আসর—‘হোস্টিং সামিট ২০২৬’। অষ্টমবারের মতো আয়োজন, তবে এবার লক্ষ্য আরও বড়। দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মানে জায়গা পাওয়ার যুদ্ধ—সবই হবে এক ছাদের নিচে।
এই সামিটের মূল আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট। উপস্থিত থাকবেন ৩০টিরও বেশি হোস্টিং প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা, যেন সকলেই ঠিক করতে পারেন—বাংলাদেশের সার্ভার ভবিষ্যৎ আসলে কার হাতে!
সাথে থাকবেন দেশের আইটি খাতের নীতিনির্ধারকরা—বিসিসি, বিটিআরসি, বিটিসিএল, বেসিস, ইক্যাব, আইএসপিএবি, বাক্কো এবং পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা। সাইবার অপরাধীরা তাই সেদিন একটু সাবধানে চললে ভালোই করবে।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার। এক কথায়, দেশি-বিদেশি ব্রেইনের মিলনমেলা।
সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার জানান, এবারের মূল আলোচনার কেন্দ্রবিন্দু—ওয়েব হোস্টিং অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা ও দক্ষ জনশক্তি তৈরি। তিনি বলেন, সময় এসেছে দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মঞ্চে ঝলসে উঠার। শুধু ডোমেইন-হোস্টিং বিক্রিতে আটকে থাকলে হবে না, দেশের ডিজিটাল অর্থনীতির হিরো হতে হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ওয়েব হোস্টিং ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল। যদি সাইবার সিকিউরিটি, উন্নত সার্ভার অবকাঠামো ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো যায়, তবে আন্তর্জাতিক বাজারে জমিয়ে প্রতিযোগিতা করা সম্ভব।
তাই এই সামিট কেবল মিটিং নয়—আরও গভীর কিছু। সরকারি-বেসরকারি সমন্বয়ে গড়ে উঠবে আরও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম। আর কে জানে, হয়তো এই সামিট থেকেই জন্ম নেবে বাংলাদেশের নিজস্ব ডাটা সেন্টার জায়ান্ট বা কোনো বৈশ্বিক টেক ব্র্যান্ড!
