গুগল ম্যাপের আছে এমন এক জাদুকরী শক্তি—অফলাইন ম্যাপ।

গুগল ম্যাপের আছে এমন এক জাদুকরী শক্তি—অফলাইন ম্যাপ।
গুগল ম্যাপের আছে এমন এক জাদুকরী শক্তি—অফলাইন ম্যাপ।


নেটওয়ার্ক গেল, মন গেল না! ভ্রমণে বের হয়ে হঠাৎ মোবাইল ডাটা ফাঁকা কিংবা সিগন্যাল গায়েব—তখন পথ খুঁজতে গিয়ে অনেকে মনে মনে গুগলকে দোষারোপ করেন। অথচ গুগল ম্যাপ বলে, ভুলটা তোমারই! কারণ ইন্টারনেট ছাড়াও আমি পথ দেখাতে পারি—যদি তুমি আগে থেকে একটু বুদ্ধি খাটাও।

হ্যাঁ ঠিকই ধরেছেন, গুগল ম্যাপের আছে এমন এক জাদুকরী শক্তি—অফলাইন ম্যাপ। পৃথিবীর যেকোনো জায়গার মানচিত্র আপনি ফোনে নামিয়ে রাখলেই হলো, এরপর পাহাড়-জঙ্গল, দূর গ্রাম—যেখানেই যান না কেন, রাস্তাখুঁজে আর হয়রানির ভয় নেই।

গুগল ম্যাপ এখন বিশ্বের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়, আর প্রতিটি অচেনা গলিকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আর যদি নেট না-ও থাকে, আগে সেভ করে রাখা ম্যাপের সাহায্যে নেভিগেশন চলবেই। রেস্টুরেন্ট, ফুয়েল স্টেশন, হাসপাতাল—সব গুরুত্বপূর্ণ জায়গার অবস্থানও দেখা যাবে নিশ্চিন্তে।

শুধু একটা ব্যাপার! অফলাইনে চললেও রিয়েল-টাইম ট্রাফিক দেখাবে না। আপনি হাঁটছেন না উড়ছেন—এটাও গুগল বুঝতে পারবে না। তবে গাড়ির রাস্তা দেখাতে কোনো ভুল হবে না।

তাহলে দেরি কেন? দেখে নিন কীভাবে নামাবেন এই বুদ্ধিমান ম্যাপ—

১. ফোনে গুগল ম্যাপ খুলুন এবং ডানপাশের ওপরের কোণে থাকা প্রোফাইল আইকনে চাপ দিন।
২. এবার যান ‘Offline Maps’ অপশনে।
৩. ‘Select your own map’ এ গিয়ে যেই এলাকা দরকার সেটি সিলেক্ট করুন।
৪. তারপর ‘Download’ চাপ দিলেই কাজ শেষ!

দেখলেন তো? এত সহজেই অফলাইনে রাস্তাজ্ঞানী হয়ে ঘুরে বেড়ানো যায়।

তবে মনে রাখবেন, এই অফলাইন ম্যাপ একেবারে চিরস্থায়ী না। প্রায় ১৫ দিনের মাথায় এটি এক্সপায়ার হয়। তাই নিয়মিত আপডেট করতেই হবে। ডিভাইস যদি ওয়াই-ফাইতে থাকে, চিন্তা নেই—গুগল নিজেই সব ঠিকঠাক করে দেবে।

গুগল ম্যাপ অফলাইন—ভ্রমণকারীদের জন্য রীতিমতো লাইফসেভার। সুতরাং, ব্যাগ গুছানোর মতোই আগে ম্যাপে রুট ডাউনলোড করুন। তারপর নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন— পথ আপনি হারাবেন না, বরং পথই আপনাকে খুঁজে নেবে!

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন