![]() |
| ক্যান্সার হলে কতদিন বাঁচে নতুন ওষুধে কি সত্যি ক্যান্সার পুরোপুরি মিটে যাবে |
আজকের খবর শুনলে আপনার চায়ের কাপ ফেলে উঠে দাঁড়াতে ইচ্ছে করবে। বিজ্ঞানীরা এমন এক নতুন ওষুধ পরীক্ষার ঘোষণা দিয়েছেন, যা নাকি ক্যান্সারকে দেখে বলেছে, “তুই আর আমি একসাথে থাকতে পারব না!” এবং ব্যস, রোগীদের শরীর থেকে ক্যান্সার একদম রিমুভ!
গবেষকরা বলছেন, এই ওষুধ রোগীর ইমিউন সিস্টেমকে এমনভাবে ট্রেনিং দেয়, যেন শরীরের ভেতরেই তৈরি হয়ে যায় একদল স্পেশাল কমান্ডো। তাদের কাজ? ক্যান্সার সেল দেখলেই ধরে নিয়ে সোজা অ্যাকশন! কোনোরকম দ্বিতীয়বার ভাবনা নেই, ভুল টার্গেটেও গুলি নয়। নিখুঁত নিশানা!
আরও মজা হলো, শুধু ক্যান্সার তাড়িয়েই ক্ষান্ত নয়; এই ওষুধ শরীরকে শিখিয়ে দেয়, ভবিষ্যতেও যেন এই নাম না-জানা দুষ্টু কোষ আর ফিরে না আসে। মানে, ক্যান্সার আবার আসতে গেলেই শরীর বলে, “আইনস্টাইনের পেছনে লাগবি, এখানে ভুলে এসেছিস!”
তবে বিজ্ঞানীরা এখনো বলছেন, “ধীর হন, আমরা এখনও প্রাথমিক পরীক্ষায় আছি। একটু বড় করে চেষ্টা করা বাকি।” কিন্তু যে ফল এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে রোগীরা খুশিতে নাচছেন, ডাক্তাররা হাসছেন, আর ক্যান্সার? সে তো চুপচাপ সিটের কোণে বসে ভেবে চলেছে, পরের লুকানোর জায়গাটা কোথায়!
বিশেষজ্ঞরা বলছেন, যদি সব ঠিকঠাক চলে, তাহলে ক্যান্সারের চিকিৎসা পুরোই বদলে যাবে। যেটা ছিল মৃত্যুভয়ের অন্য নাম, সেটাই হয়তো হয়ে যাবে ডাক্তারের নির্দেশ মতো কয়েকটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাওয়ার মতো রোগ।
অপেক্ষা এখন কেবল বড় আকারের পরীক্ষার। কিন্তু আশার আলো ইতিমধ্যেই দেখা যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে হয়তো আমরা দেখতে চলেছি সবচেয়ে শক্তিশালী প্লট টুইস্ট:
ক্যান্সার নামক ভয়ংকর ভিলেনকে হারিয়ে দিচ্ছে মানব শরীরের নিজস্ব সুপারহিরো টিম!
