স্বামী কি স্ত্রীর গোপন অঙ্গের পশম কাটতে পারে?

স্বামী কি স্ত্রীর গোপন অঙ্গের পশম কাটতে পারে?এই ব্যাপারে ইসলাম কি বলে , চলুন আমরা আমাগো ভাষায় জানি। 

স্বামী কি স্ত্রীর গোপন অঙ্গের পশম কাটতে পারে?
স্বামী কি স্ত্রীর গোপন অঙ্গের পশম কাটতে পারে?


মী-স্ত্রী হে, একে অপরের লজ্জার জায়গা দেখা আর ওই লজ্জার চুল-টুল কাইরা দে‌ওয়া — এইডা হারাম না, মানে জায়েজ আছে।

তবু যার নিজের হাতে ওই লোম কাইরা ফালানোর শক্তি-সামর্থ্য আছে, তারে উচিত নিজেরে নিয়া কইরা ফেলা — অন্যে সাহায্য না নেওয়াই ভালো।

বাহয বিন হাকীম কইল, উনি তাঁর আব্বা আর দাদার থেইকা শুনছে—
একদিন উনি নবীজির কাছে কইল,
‘হে আল্লার রাসুল! আমরা এই গোপন অঙ্গ-প্রত্যঙ্গ কেমনে ঢাকমু, আর কেমনে না ঢাকমু?’
তখন নবীজি কইল,
‘যতটা পারো ঢাইকা রাখো, যেন কেউ একটুও না দেখে।’

সাহাবী আবার কইল,
‘হে আল্লার রাসুল, যদি ধইরা নেই সবাই এক জায়গায় আছিলাম?’
নবীজি কইল,
‘যতদূর পারো চেষ্টাকরবা, কেউ যেন না দেখে।’

সাহাবী আবার জিগাইল,
‘আর যদি মানুষ একলা থাকে?’
তখন নবীজি কইল,
‘মানুষের চেয়ে আল্লা অনেক বেশি হকদার — তাই একলাই থাকলেও আল্লারে লজ্জা করা লাগবো।’

(আবূ দাউদ ৪০১৯, তিরমিযী ২৭৯৪)


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন